স্বদেশ ডেস্ক:
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের হার কমলেও মৃতের সংখ্যা বেড়েছে। এই সময়ে আক্রান্তের হার ২৫ দশমিক ৫৪ জন ও মৃত্যুর হার ১০ দশমিক ১৪ ভাগ। গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু নিয়ে এখন পর্যন্ত এই বিভাগে মারা গেছেন এক হাজার ৪৩ জন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মোতাহারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সোমবার বেলা ১টা পর্যন্ত বিভাগের ৭ জেলায় মারা গেছেন ১৯ জন। মৃতদের মধ্যে রয়েছেন রংপুরে ৫, ঠাকুরগাওয়ে ৪, নীলফামারী ও দিনাজপুরে ৩ জন করে, গাইবান্ধায ২ জন এবং পঞ্চগড় ও কুড়িগ্রামে ১ জন করে। এই সময়ে এক হাজার ৫৩১ জনের করোনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩৯১ জন। এই বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৫৪ এবং মৃত ২ দশমিক ১৪ ভাগ। রোববার এই হার ছিল ২৪ দশমিক ৪৮ ও ২ দশমিক ১২ ভাগ।
এই বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনা সাধারণ ওয়ার্ডে ৪৫৭, আইসিউইতে ২৪ এবং এইচডিইউতে ১১ রোগি ভর্তি আছেন। হাসপাতালগুলোর সামনে স্বজনদের উৎকণ্ঠিত অপেক্ষা, বেড সংখ্যা বাড়ানোর দাবি তাদের।
তিনি আরো জানান, রংপুর বিভাগের আট জেলায় করোনার শুরু থেকে রোববার দুপুর পর্যন্ত দুই লাখ ৩১ হাজার ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৪৮ হাজার ৭৪২ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৪৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৫২৬ জন।