রবিবার, ১৯ মে ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
আফগানিস্তানে তিন মাসে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

আফগানিস্তানে তিন মাসে প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

স্বদেশ ডেস্ক:

আফগানিস্তানে গত তিন মাসের মধ্যে প্রায় ১০ লাখ মানুষ নিজেদের বাড়িঘর ত্যাগ করে বাস্তুচ্যুত হতে হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় মানবাধিকার বিষয়ক সংস্থা।

আফগানিস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ২৯০ টি পরিবার বাস্তুচ্যুত হওয়ার দিক থেকে শীর্ষে রয়েছে পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশ। উরোজগানে সবচেয়ে কমসংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

আফগানিস্তান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘চলতি বছরের শুরুর দিকে কমপক্ষে এক লাখ ৫৮ হাজার ৩৯২টি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। হিসাবে দেখা গেছে, প্রতিটি পরিবার থেকে ছয়জন ব্যাক্তি গৃহহীন হয়েছে। বাস্তুচ্যুত হওয়া ব্যক্তিদের সংখ্যা সাড়ে ৯ লাখ হবে।’

মানবাধিকার সংস্থাটির পরিচালিত একটি জরিপে দেখা গেছে, দেশের চলমান যুদ্ধাবস্থার কারণে ৬৮ দশমিক ১ শতাংশ বাস্তুচ্যুতের ঘটনা ঘটেছে। বাস্তুচ্যুত হওয়ার একটি প্রধান কারণ হিসেবে তালেবানদের সহিংসতাকে উল্লেখ করা হয়েছে।

এদিকে তালেবান বাহিনী কান্দাহার প্রদেশের বেশ কয়েকটি জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং সরকারের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে সেখানকার এমন শত শত বাসিন্দাকে তারা আটক করে রেখেছে। অভিযোগ রয়েছে, তালেবানরা বেশ কয়েকজন বন্দীকে হত্যা করেছে। এদের মধ্যে অনেকে প্রাদেশিক সরকারের বিভিন্ন কর্মকর্তাদের আত্মীয় এবং পুলিশ ও সেনাবাহিনীর সদস্য।

সম্প্রতি আরেক খবরে জানা গেছে, ২০২১ সালের প্রথমার্ধে আফগানিস্তানে রেকর্ডসংখ্যক বেসামরিক নাগরিকদের হতাহত হয়েছেন। এর মধ্যে নিহতের সংখ্যা এক হাজার ৬৫৯ জন এবং আরও তিন হাজার ২৫৪ জন আহত হয়েছেন। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারকে সামনে রেখে গত মে মাসে সহিংতার মাত্রা বেড়ে যাওয়ায় মূলত এ রেকর্ড হয়েছে।

ইউএনএএমএর আফগানিস্তান প্রোটেকশন অব সিভিলিয়ানের হালনাগাদ তথ্যে পাঁচ হাজার ১৮৩ জন বেসামরিক ব্যাক্তির হতাহতের কথা বলা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৪৭ শতাংশ বেশি। অবশ্য তালেবানদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে হতাহতের এই সংখ্যা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখানো হয়েছে। এই তথ্য একপাক্ষিক বলেও দাবি করেছে তারা।

সূত্র : এএনআই

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877