রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

রাতেই বিদায় নিচ্ছেন মেসি, আবেগঘন পোস্ট পিকের

রাতেই বিদায় নিচ্ছেন মেসি, আবেগঘন পোস্ট পিকের

স্বদেশ ডেস্ক:

বর্তমান ফুটবল বিশ্বের সুপারস্টার লিওনেল মেসি। আর্জেন্টাইন এই সুপাস্টার বার্সেলোনাকে বিদায় জানাচ্ছেন, এ কথা সবারই জানা। রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ ক্লাবটিকে বিদায় জানাবেন বিশ্ব সেরা এই তারকা।

এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে ন্যু ক্যাম্পে। সম্মেলনে থাকবেন বিশ্ব সেরা এই ফুটবলার। আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন সতীর্থ, কোচ ও ক্লাবটির কর্মকর্তাদের।

লিওনেল মেসির বিদায়ের আগে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করেন বার্সায় দীর্ঘ দিনের সতীর্থ জেরার্ড পিকে। পোস্টে তিনি লিখেন, ‘আজ থেকে প্রায় ২০ বছর আগে ২০০০ সালে আমরা এক সাথে বার্সায় এসেছিলাম। ন্যু ক্যাম্পে এ সময়টা কী অবিশ্বাস্য কাটল! দ্বিতীয়বার আমি বার্সায় ফেরার পর একসাথে ট্রেবল জিতলাম। তুমি হয়ে উঠলে ইতিহাসের সেরা। এত বছর পরে সেই তুমি বার্সার জার্সি আর গায়ে জড়াবে না! সত্যি বাস্তবতা কখনো কখনো খুবই কঠিন।’

এর মধ্যে গুঞ্জন চলছে, প্যারিসের পথে হাঁটছেন মেসি। আর্জেন্টাইন এই তারকাকে বার্ষিক ৪০ মিলিয়ন ইউরো বেতনে তিন বছরের চুক্তিতে দলে ভেড়াচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি, যা নেইমারের বেতনের চেয়ে পাঁচ মিলিয়ন ইউরো বেশি। ফরাসি ক্লাবটির মালিক কাতারের আমিরের ভাই খালিদ বিন হামাদ বিন খলিফা আল- থানি ইতোমধ্যেই মেসির চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানান তিনি। যদিও এর এক দিন পরেই শনিবার বিষয়টি অস্বীকার করেছে পিএসজি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877