স্বদেশ ডেস্ক:
রাজধানীর রমনায় ঢাকা জেলা পুলিশ সুপারের বাংলোতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল মেহেদী হাসান (২৬) গুলিতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল আনুমানিক তিনটার দিকে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রমনা থানার উপপরিদর্শক (এসআই) ছালামসহ নিহতের সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বিকেল পৌনে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতে তিনি মারা যান।