শনিবার, ১৮ মে ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভালোবাসার জায়গা থেকেই করছি

ভালোবাসার জায়গা থেকেই করছি

বিনোদন ডেস্ক;

সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন বাপ্পা মজুমদার। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নতুন গান ‘শূন্যপর’। কবি হেনরি লুইসের কথায় গানটির সুর করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলী আর সংগীতে ছিলেন শুভেন্দু দাস শুভ। এছাড়াও তিনি ব্যস্ত আছেন ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমার সংগীত পরিচালনার কাজে। শুরুতেই জানতে চাওয়া হলো নতুন গান প্রসঙ্গে।

বাপ্পা মজুমদারের ভাষ্য, ‘গানের কথা, সুর-সংগীত এককথায় দারুণ। “শূন্যপর”র ধরনটা একটু আলাদা। যেহেতু ধরনটা আলাদা, তাই রুচিশীল শ্রোতাদের কাছে গানটি ভালো লেগেছে। ইতিমধ্যেই যারা শুনেছেন, তারা অনেকেই সরাসরি বা সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো লাগার কথা জানিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘দর্শকের ভাবনার জায়গাটা খোলা থাকুক, এমন চিন্তা-ভাবনা থেকে আমি চাইনি গানটির ভিডিও নির্মাণ করতে। কিন্তু পরবর্তীতে গানটি লিরিক্যাল ভিডিও প্রকাশ করা হয়েছে। লিরিক্যাল ভিডিও হলেও শ্রোতারা এটি পছন্দ করেছেন। গানের ভিডিও এমনভাবে নির্মাণ করা হয়েছে, যেখানে গানই প্রধান, ভিডিও নয়।’

শুনলাম, নারী কণ্ঠশিল্পীদের নিয়ে গান তৈরির উদ্যোগ নিয়েছেন? উত্তরে বাপ্পা বলেন, ‘অনেক দিন ধরেই নিজের পছন্দের নারী সংগীতশিল্পীদের জন্য গান তৈরির পরিকল্পনা করছি। যাদের নিয়ে গানগুলো করছি, তারা প্রত্যেকে আমার ভীষণ পছন্দের, কাছের মানুষ। আমার মনে হয়েছে, তাদের প্রত্যেকের জন্য একটি গান করা উচিত। এতে কোনো ধরনের বাণিজ্যিক চিন্তা নেই। ভালোবাসার জায়গা থেকেই করছি। এরই মধ্যে কনা ও এলিটার গান রেকর্ড করেছি। পর্যায়ক্রমে আরও আট নারী শিল্পীর গান রেকর্ড করব।’

দলছুটের নতুন অ্যালবাম ‘সঞ্জীব’ কবে আসবে? জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক আগে অ্যালবামটির কাজ শেষ করেছি। গত বছর এটি প্রকাশের ইচ্ছা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়েছে। করোনার প্রাদুর্ভাব কমলেই এটি প্রকাশ পাবে। এর মধ্যে অ্যালবামের দুটি গান প্রকাশ হয়েছে অনলাইনে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877