স্বদেশ ডেস্ক:
জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে হোটেল কোয়ারেন্টিনে উঠে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সঙ্গে একই দিন কোয়ারেন্টিনে যায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসা অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইতোমধ্যে দু’দলেই তিন দিনের কোয়ারেন্টিন শেষ হতে যাচ্ছে। তার আগেই উভয় দলের মধ্যে মিলেছে স্বস্তির খবর। করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন দুই দলের ক্রিকেটাররা।
আজ শনিবার বিসিবির মেডিকেল বিভাগ থেকে এ খবর নিশ্চিত হওয়া গেছে। সবাই করোনা নেগেটিভ হওয়ায় আগামীকাল রোববার সকাল ১০টা থেকে ১ পর্যন্ত মিরপুর হোম অব ক্রিকেটে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। একই দিন বিকেল ৪টায় মাঠে নামবেন অজিরা। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অনুশীলন করবেন তারা।
পরদিন বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে। দুই দলের পাঁচ ম্যাচ সিরিজ শুরু হবে ৩ আগস্ট সন্ধ্যা ৬টায় হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। পরের চারটি ম্যাচ ৪, ৬, ৭ ও ৯ আগস্টও একই মাঠে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।