বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

নিউরাল ইঞ্জিন মনিটর আনবে অ্যাপল

নিউরাল ইঞ্জিন মনিটর আনবে অ্যাপল

স্বদেশ ডেস্ক:

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল গোপনে নিজেদের ‘প্রো ডিসপ্লে এক্সডিআর’-এর নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। নতুন ওই সংস্করণে স্ট্যান্ডঅ্যালোন ডিসপ্লেতে জুড়ে দেওয়া হবে অভ্যন্তরীণ ‘সিস্টেম-অন-এ-চিপ’ বা ‘এসওসি’ এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সম্প্রতি ৯টু৫ম্যাক-এর প্রতিবেদনে উঠে এসেছে, অ্যাপল গোপনে বাহ্যিক এক ডিসপ্লে পরীক্ষা করছে। ওই ডিসপ্লেতে এ১৩ চিপ ও নিউরাল ইঞ্জিনের দেখা মিলবে। অ্যাপল প্রথমবারের মতো এ১৩ চিপ দেখিয়েছিল আইফোন ১১ লাইনআপে। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, অ্যাপল নতুন যে ডিসপ্লে নিয়ে পরীক্ষা করছে, সেটির কোড নাম দেওয়া হয়েছে জে৩২৭। অন্যদিকে, ৯টু৫ম্যাক বলছে, এখনো অনেক বিস্তারিত তথ্যই জানা যায়নি এ সম্পর্কে।

তথ্য অনুসারে, গত পাঁচ বছর ধরেই গুজব শোনা যাচ্ছে-অ্যাপল চিপ সংবলিত ডিসপ্লে বানাতে কাজ করছে। বাহ্যিক ডিসপ্লেতে এ১৩ কোয়াড-কোর চিপ ব্যবহার করলে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত কিছু কাজের চাপ কমে যাবে। ম্যাকের অভ্যন্তরীণ চিপ অন্য টাস্ক বা আরও উন্নত গ্রাফিক্স উপহার দিতে সাহায্য করতে পারবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877