স্বদেশ ডেস্ক: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জনই সিলেট ও ১ জন সুনামগঞ্জে ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। একই সময়ে সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৮৪ জন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে- নতুন শনাক্ত হওয়া নতুন ৫৮৪ জন করোনা আক্রান্ত রোগীর সর্বোচ্চ ২৫১ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া- বিভাগে সুনামগঞ্জ জেলার ৩৮ জন, হবিগঞ্জের ১২০ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ১১৩ জনের করোনা শনাক্ত হয়। এদিকে- সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬২ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫৯ জন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৩ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে ৪৭ জন ও মৌলভীবাজারে ৩৬ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।