শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু

করোনায় একদিনে রেকর্ড ২৩০ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জনের। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ জুলাই করোনায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়। আর গত ৮ জুলাই এক দিনে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়। আজ করোনার দুটি রেকর্ড ভেঙে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯.৬৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৬ জন, খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহে ৫ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনের। করোনায় মারা গেছেন ১৬ হাজার ৪১৯ জন। মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ জন ৫০১ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877