স্বদেশ ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আম পেয়ে আপ্লুত হয়েছেন মমতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা একটি চিঠিতে তিনি এ কথা জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।’
এর আগে গত রোববার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্য আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানোর বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ। রোববার দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝিয়ে দেওয়া হয়। ট্রাকটিতে হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম ছিল।