বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় জানুয়ারির প্রথম দিকেই নতুন বই পাবে ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা শ্রমিক আন্দোলনে ইন্ধন দেয়ার অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেফতার চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন স্বাস্থ্য উপদেষ্টার গাড়ির ওপর উঠে গেলেন আন্দোলনে আহতরা শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলা মূল সংবিধানের কনসেপ্টের পরিপন্থী : অ্যাটর্নি জেনারেল
সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ১৯৯

সর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ১৯৯

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের, যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত মঙ্গলবার করোনা শনাক্ত হয়েছিল ১১ হাজার ৫২৫ জনের।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪ জনের। পরীক্ষা করা হয় ৩৬ হাজার ৮৫০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনের। করোনায় মারা গেছেন ১৫ হাজার ৯৭২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ঢাকায় ৬৫ জন, চট্টগ্রামে ৩৭, রাজশাহীতে ১৫, খুলনায় ৫৫, বরিশালে ৩, সিলেটে ৫, রংপুরে ৯ এবং ময়মনসিংহে ১০ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877