স্বদেশ ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেকহা) করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনায় এবং চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, ‘সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ময়মনসিংহ সদরের এবিএম উসমান গনি (৬৫), তানিয়া আক্তার (৩৬) ও জামালপুরের সরিষাবাড়ি উপজেলার হেলাল উদ্দিন (৪৫) মারা গেছেন। এ ছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহের ভালুকা উপজেলার সিনথিয়া (২৮), শেরপুর সদরের জালাল উদ্দিন (৭০), তিথি (২৯) ও শিউলি আক্তার (১৭)।’
ডা. মুন বলেন, ‘মঙ্গলবার সকাল পর্যন্ত আইসিইউতে ২২ জনসহ মোট ৩০০ রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ জন। ’
এছাড়াও মমেকহা ওয়ান্সটপ ফ্লু কর্নারে গত ২৪ ঘণ্টায় মোট চিকিৎসা নিয়েছেন ২৪৪ জন। তার মধ্যে কোভিড পজিটিভ ছিল ২৭ এবং ৮ জনকে ভর্তি করা হয়েছে কোভিড ইউনিটে, ১৯ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সাসপেক্টেড ৩৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন।। এর মধ্যে ২১ জন হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়েছে এবং ১৪ জনকে হোম কেয়ার চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৬৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৪৯ শতাংশ।
করোনাভাইরাসের হটস্পট এখনও ময়মনসিংহ বিভাগ। কিছুদিন কম থাকলেও ইদানিং ফের আক্রান্ত, মৃত্যু, ঝুঁকি, আতঙ্ক এই বিভাগে সবই বাড়ছে। সরকার বাইরে সবাইকে মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও অধিকাংশ মানুষই মাস্ক পড়ছেন না।
ময়মনসিংহ বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডা. মো. শাহ আলম জানান, বিভাগীয় পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় মোট ১ হাজার ৩৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৭৩ জন। এর মধ্যে ময়মনসিংহে ১২২, নেত্রকোণায় ৪৭, জামালুরে ৪৬ ও শেরপুরে ৫৮ জন। মৃত্যুবরণ করেছে ২ জন। বিভাগে আক্রান্তের হার ২০ দশমিক ৩২ শতাংশ।
২৮ আগস্ট পর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৩ হাজার ১৮৬ জন। কার মধ্যে মারা গেছেন ১৮১ জন। এ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের চার জেলায় ১ লাখ ৩৫ হাজার ৭৬৫টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়েছে।