স্বদেশ ডেস্ক: খুলনা বিভাগে অস্বাভাবিক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে দুজন মারা যান।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনা আক্রান্ত হয়ে এবং দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ ছাড়া আইসিইউতে রয়েছেন ১৯ জন।
তিনি আরো জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে ১৫৯ জন রোগী ভর্তি ছিলো। যার মধ্যে রেড জোনে ১০১ জন, ইয়েলো জোনে ২৯ জন, এইচডিইউতে ১০ জন এবং আইসিইউতে ১৯ জন চিকিৎসাধীন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩ জন।