স্বদেশ ডেস্ক:
বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলীর (রহ.) মাজারসংলগ্ন দীঘির পুরুষ কুমির মাদ্রাজির চিকিৎসা চলছে। কুমিরটি অবস্থান করছে দীঘির উত্তর পাড়ে বিনা নামে এক নারীর বাড়িসংলগ্ন ঘাটে। মাঝে মাঝে পানির উপরে উঠছে আবার তলিয়ে যাচ্ছে।
বিনা বেগম জানান, শনিবার সকাল থেকে কুমিরটিকে অসুস্থ মনে হচ্ছিল। রবি ও সোমবারেও অবস্থার পরিবর্তন হয়নি। চোখও মেলছিল না, খাবারও খাচ্ছিল না। সোমবার বিকালে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়। বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান গতকাল বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে খবর পেয়ে দীঘির দুটি
কুমিরকেই পর্যবেক্ষণ করেছি। পিলপিল নামে কুমিরটি সুস্থ থাকলেও মাদ্রাজি নামের কুমিরটি অসুস্থ। মাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চিকিৎসা দেওয়ার পর এখন অনেকটাই সুস্থ কুমিরটি। এখন খাবার খাচ্ছে, চিকিৎসাও চলছে।
উল্লেখ্য, খানজাহান আলীর (রহ.) সময়কার কুমিরের প্রজাতি সর্বশেষ ২০১৫ সালে মারা গেলে বর্তমানে দীঘিতে থাকা মিঠাপানির কুমির দুটিকে মাদ্রাজ থেকে আনা হয়।