স্বদেশ ডেস্ক:
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের ঘরে সন্তান আসছে এমন গুঞ্জন নিয়ে বেশ কয়দিন ধরেই ব্যাস্ত নেটিজেনরা। সম্প্রতি লন্ডনের রাস্তায় দুজনের একসঙ্গে হাঁটার একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর ভিডিওতে ঢিলেঢালা পোশাকে ক্যাটকে দেখেই নেটদুনিয়ায় কথা উঠেছে মা হচ্ছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন পুরোপুরি অসত্য নয়।
ক্যাট-ভিকির ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি আরও জানায়, সব ঠিকঠাক থাকলে, ক্যাটরিনা এবং ভিকি তাদের প্রথম সন্তানকে যুক্তরাজ্যে স্বাগত জানাবেন।
এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে লন্ডনেই অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির দ্বিতীয় সন্তান অকায়ের জন্ম হয়।
ক্যাটরিনা কাইফ যুক্তরাজ্যে বেড়ে উঠেছেন এবং লন্ডনের হ্যাম্পস্টেডে তার একটি বাড়িও আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই দম্পতি এখন লন্ডনেই আছে। তারা তাদের প্রথম সন্তানকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।