স্বদেশ ডেস্ক: ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতে অন্তত ৩৫ ও নেপালে ৪৩ জন মারা গেছে। ভারতের সংবাদমাধ্যমের দেয়া তথ্যানুসারে মৌসুমি ভারি বৃষ্টিপাতের কারণে দেশটির উত্তর ও পূর্বে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ১৫ লাখের বেশি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যার কারণে বহু লোককে নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। উত্তর প্রদেশে বাড়িধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। তীব্র ¯্রােতের কারণে দুর্ঘটনা এড়াতে অনেক এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপুল পরিমাণ কৃষিজমি পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ২০ হাজার মানুষকে সরকার পরিচালিত রিলিফ ক্যাম্প ও সেন্টারে সরিয়ে নেয়া হয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
উত্তর প্রদেশের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে। সেখানেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত তারা অন্তত ৪৩ জনের মৃত্যুর সংবাদ পেয়েছে, নিখোঁজ রয়েছে ২৪ জন। বন্যায় দেশটির ১০ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আগামী দিনগুলোতেও ভারি বৃষ্টিপাত হবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। নেপালের বিভিন্ন অঞ্চল থেকে ১১ শতাধিক মানুষকে উদ্ধার করেছে পুলিশ। দেশটির রাজধানী কাঠমান্ডুতে একটি বাড়ি ধসে গেলে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমের সময়সীমা। প্রতি বছর এ সময়টায় দক্ষিণ এশিয়ায় বর্ষার কারণে সৃষ্ট দুর্যোগে বিপর্যয় সৃষ্টি হয়।