শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে আটক সেই পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে আটক সেই পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

স্বদেশ ডেস্ক

ইসরাইল সংশ্লিষ্ট জাহাজে আটক থাকা ভারতীয় পাঁচ নাবিককে মুক্তি দিয়েছে ইরান। এরইমধ্যে বৃহস্পতিবার ইরান ছেড়েছেন তারা। এতে দুদেশের মধ্যে কূটনৈতিক অগ্রগতি হয়েছে বলে মনে করছে ভারত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

খবরে বলা হয়েছে, ইরানে আটক হওয়া ইসরাইল সংশ্লিষ্ট ওই জাহাজের পাঁচ ভারতীয় নাবিকের মুক্তি নিশ্চিত করেছে তেহরান। এতে ইরানকে ধন্যবাদ জানিয়েছে ভারত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় আটক হয়েছিল ওই জাহাজটি। গত ১৩ এপ্রিল কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পর্তুগালের পতাকাবাহী এমএসসি আরিজ নামের জাহাজটি আটক করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এ সময় জাহাজে মোট ২৫ জন নাবিক ছিলেন। এদের পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল তেহরান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877