স্বদেশ ডেস্ক:
পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। আজ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
ডন জানিয়েছে, ‘মিল্লাত এক্সপ্রেস’ নামের একটি ট্রেন লাইনচ্যুত হলে দ্রুত ‘স্যার সাঈদ এক্সপ্রেস’ নামক আরেকটি ট্রেন এটিকে আঘাত করে। এতে হতাহতের এই ঘটনা ঘটে। খবর পেয়ে দেশটির উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ শুরু করেন।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ‘মিল্লাত এক্সপ্রেস’ নামক ট্রেনটিতে অন্তত ১৫-২০ জন যাত্রী আটকা পড়ে আছেন। যারা চিৎকার করে নিজেদের উদ্ধারের আকুতি জানাচ্ছেন। তবে ভারি যন্ত্রপাতির অভাবে তাৎক্ষণিক তাদের উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাদের উদ্ধারে অনেকটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।