স্বদেশ ডেস্ক:
এইচআইভি পজিটিভ ভাইরাসে আক্রান্ত ৩৬ বছর বয়সী এক নারী টানা ২১৬ দিন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার দেহে ভাইরাসটি অন্তত ৩২ বারের বেশি মিউটিশন ঘটিয়েছে। সম্প্রতি এমন অবাক করা তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্যবিষয়ক জার্নাল মেড আর্কাইভ।
আজ রোববার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এসব জানা গেছে। যেখানে উল্লেখ করা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখতে দক্ষিণ আফ্রিকান ওই নারীর নাম-পরিচয় গোপন রাখা হয়েছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, কোভিডে আক্রান্ত ওই নারীর শরীরে ১৩ বার স্পাইক প্রোটিন মিউটেশন ঘটিয়েছে। পাশাপাশি ১৯ রকমের জীনগত পরিবর্তনের প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর ঝুঁকি সাধারণ রোগীর তুলনায় ২ দশমিক ৭৫ গুণ বেশি। যদিও সেই নারী এখনও বেঁচে আছেন।