বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৫১ পূর্বাহ্ন

বুর্কিনা ফাসোয় সন্ত্রাসীদের তাণ্ডব, নিহত ১৩০

বুর্কিনা ফাসোয় সন্ত্রাসীদের তাণ্ডব, নিহত ১৩০

স্বদেশ ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরের একটি গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় অন্তত ১৩০ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রোসে কাবোরে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বুরকিনা ফাসোর উত্তরে সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা রাতভর হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে। হামলার সময় তাদের ঘরবাড়ি এবং দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কেউ বা কোনো জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় ইসলামপন্থী জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।

প্রেসিডেন্ট কাবোরে এক টুইট বার্তায় এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ নিরাপত্তা বাহিনী বর্তমানে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।’

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার রাতে অপর এক হামলায় সোলহানের ১৫০ কিলোমিটার উত্তরে তাদেরিয়াত গ্রামে ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। গত মাসে বুর্কিনা ফাসোর পূর্ব দিকে এক হামলায় ৩০ জন নিহত হয়েছিলেন।

এই অঞ্চলের বেশিরভাগ জায়গায় সশস্ত্র গোষ্ঠীদের হামলা ও অপহরণের কারণে দেশ হিসেবে বুর্কিনা ফাসো প্রতিবেশীদের মতো গভীর নিরাপত্তা সঙ্কটের মুখোমুখি হচ্ছে। সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি।

২০১২ ও ২০১৩ সালে জঙ্গিগোষ্ঠী মালির উত্তরে বিরাট অঞ্চল দখল করার পর থেকে আফ্রিকার আধা-শুষ্ক অঞ্চল সাহেলে বিদ্রোহ দেখা দেয়।

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে মালি, চাঁদ, মরিতানিয়া, নাইজার ও বুর্কিনা ফাসো থেকে সৈন্যদের সহায়তা দিচ্ছে ফ্রান্স বাহিনী। তবে মালির সাম্প্রতিক অভ্যুত্থানের পর থেকে তাদেরকে সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877