রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়াল

বিশ্বে করোনায় মৃত্যু ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়াল

স্বদেশ ডেস্ক:

বিশ্ব জুড়ে করোনার টিকা কার্যক্রম পরিচালনার পরও দিন-দিন বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ইতোমধ্যেই বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৭১ লাখ ১৭ হাজার ১৬৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৪ লাখ ৬৯ হাজার ৬৪০ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪১ হাজার ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৯০ হাজার ৫১৬ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৫২ হাজার ৪৪৭ জন এবং এখন পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩ হাজার ৭২০ জন।

এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৮৫৮ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৬১ লাখ ২০ হাজার ৭৫৬ জন।

বাংলাদেশ পরিস্থিতি

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিবৃতি থেকে জানা যায় করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু সংখ্যা ১২ হাজার ৪০১ জনে দাঁড়াল।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৪১ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.১৫ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। মোট সুস্থ ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৪ শতাংশ। মৃত্যুর হার ১.৫৭ শতাংশ।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ২৮ জন মারা গিয়েছে এবং ১ হাজার ৩৫৪ জন করোনায় আক্রান্ত হয়।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877