শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হতাহত ৪

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হতাহত ৪

স্বদেশ ডেস্ক:

কুমিল্লার হোমনা উপজেলার কাটালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চারজনের হতাহতের ঘটনা ঘটেছে। বজ্রপাতে নিহতরা হলেন- উপজেলার মাথাভাঙা ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং টিটু চন্দ্র দাস (১৪)। আহতরা হলেন- টিটুর বাবা নেপাল চন্দ্র দাস (৭০) ও সঙ্গী অমূল্য চন্দ্র দাস (৪৬)।

আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি এও জানান, ঘটনার পর আহতদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

গতকাল সোমবার রাত সাড়ে এগারোটার দিকে হতাহতের এই ঘটনা ঘটে। চেয়ারম্যান নাজিরুল হক বলেন, জেলেরা ঝড় বৃষ্টির মধ্যে কাঠালিয়া নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হতাহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই; এবং আহতদের একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাই। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নিহতদের সৎকারের ব্যবস্থা করা হবে। তাদের আবেদনের প্রেক্ষিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বজ্রপাতে নিহত ব্যক্তিদের পারিবারিকভাবেই সৎকার এবং দাফন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877