বুধবার, ০৮ মে ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন ফের খারিজ

জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন ফের খারিজ

স্বদেশ ডেস্ক:

ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের বিরুদ্ধে ভারত রেড নোটিশ জারির যে অনুরোধ করেছিল, তৃতীয়বারের মতো তা খারিজ করে দিয়েছে ইন্টারপোল। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘আর্থিক দুর্নীতি এবং ঘৃণ্য মন্তব্যে’র জেরে রেড নোটিশ জারির অনুরোধ করে ভারত। তবে এই অনুরোধ খারিজ করেছে আন্তর্জাতিক পুলিশি সংস্থাটি।

ইন্টারপোল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘ধর্মীয় শিক্ষা দিয়ে অর্থ রোজগার করা এবং তা অপ্রাসঙ্গিক জায়গায় খরচ করাকে আর্থিক দুর্নীতি বলা যায় না-এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইন্টারপোল। তাই জাকির নায়কের বিরুদ্ধে রেড নোটিশ জারির অনুরোধ খারিজ করা হয়েছে। এমনকি এনআইএ (ভারতের সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা) যে তথ্যপ্রমাণ পেশ করেছিল ইন্টারপোলে, তাও আমলে নেওয়া হয়নি। বলা হয়েছে, ধর্মীয় বক্তব্য রাখার জন্য আর্থিক দান নেওয়াকে অপরাধ বলে গণ্য করা যায় না।’

ড. জাকির নায়েকের আইনজীবী এস হরি হারাণ জানান, ইন্টারপোল যে সিদ্ধান্ত নিয়েছে তার কপি তিনি হাতে পেয়েছেন। এই বিষয়ে অবশ্য এনআইএ’র মুখপাত্র কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে এনআইএ ইন্টারপোলের পক্ষ থেকে প্রতিক্রিয়ার অপেক্ষায়। তারপর তা পরীক্ষা করে ফের অনুরোধ জানাবে ইন্টারপোলকে।

সংস্থাটির জেনারেল সেক্রেটারিয়েট গত ৫ ফেব্রুয়ারি এনআইএ’র সমস্ত নথি খতিয়ে দেখে। পরে ইন্টারপোল জানায়, জাকির নায়েককে ইন্টারপোলের নোটিশ জারি করার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877