স্বদেশ ডেস্ক: সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার থেকে দেশটিতে রোজা শুরু । গতকাল সোমবার সৌদি আরবের কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল গতকাল সোমবার। তাই আজ মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু।
মহামারি করোনা সংক্রমণের কারণে এবার দেশটির পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদ আল–হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে। পবিত্র মসজিদ দুটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয়ে থাকে।