শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন

মৃত্যুর রেকর্ড ব্রাজিলে, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা

মৃত্যুর রেকর্ড ব্রাজিলে, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা

স্বদেশ ডেস্ক:

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। যা দেশটির আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দেশটির হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এ ছাড়া বেশ কিছু এলাকায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর সর্বোচ্চ। কিন্তু দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো এখনও লকডাউনের বিরোধিতা করে যাচ্ছেন।

বোলসোনারোর দাবি ভাইরাসের কারণে যতটা ক্ষয়ক্ষতি হবে তার চেয়ে লকডাউনের কারণে অর্থনীতির বেশি ক্ষতি হবে। বিভিন্ন রাজ্যে স্থানীয় কর্তৃপক্ষ যেসব কড়াকড়ি আরোপ করেছে তিনি সেগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করছেন।

গতকাল মঙ্গলবার নিজের বাসভবনের বাইরে সমর্থকদের সঙ্গে আলাপকালে বোলসোনারো কোয়ারেন্টিনের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে মানুষের মধ্যে বিষন্নতা তৈরি হবে এবং মানুষ ঘরে থাকতে থাকতে শরীরে মেদ জমবে, বেকারত্ব বাড়বে।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৫ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বোলসোনারো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। দেশটিতে শুধু মার্চেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন রাজ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৯০ শতাংশের বেশি করোনা আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করতে হচ্ছে। অনেক রাজ্যেই অক্সিজেন সঙ্কট প্রকট আকার ধারণ করেছে।

করোনায় আক্রান্ত ও মৃতদের তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ইতিমধ্যেই দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৭৮৪ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877