শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

আজকের রাশিফল বুধবার ৭ এপ্রিল ২০২১

আজকের রাশিফল বুধবার ৭ এপ্রিল ২০২১

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20)
বিবাহিত জীবনে অশান্তির সময়। ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে। বদবুদ্ধির জন্য কোনও কাজ নষ্ট হতে পারে। শরীরে কোনও কষ্টের কারণে ব্যবসার দিকে সময় নষ্ট।

বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)
অশান্তি থেকে সাবধান থাকা দরকার। ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে।

মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21)
বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য বাড়তে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। কাউকে কটু কথা বলবার জন্য দুঃখবোধ বাড়তে পারে।

কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)
প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করবার জন্য আনন্দ। আর্থিক ব্যাপারে চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনামে কান দেবেন না।

সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23)
রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হতে পারেন। পুলিশী হয়রানি বা গ্রেফতার সম্পর্কে সতর্ক হতে হবে।

কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23)
জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। আজ গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে একটু ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সাফল্য পাবেন।

তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23)
পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। শত্রুর কারণে ভয় বাড়তে পারে। আজ কোনও বিষয়ে আপনাকে ছোটদের সাহায্য করতে হবে। ঘরে বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল।

বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)
প্রেম ও রোমান্সে রহস্যজনক বাধা বিপত্তির। হঠাৎ করে পুরোনো প্রেমে কোনো ঝামেলা দেখা দেবে। বিদ্যার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হবার আশঙ্কা।

ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21)
সমাজে কোনও কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি। আজ চাকরির ক্ষেত্রে কোনও কিছুর জন্য মানহানি হতে পারে। সন্তানদের থেকে কিছু উপকার পেতে পারেন।

মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সাফল্য পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে।

কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19)
আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনায় খারাপ কিছু ঘটতে পারে।

মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-Mar 20)
গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতির যোগ দেখা যাচ্ছে।আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877