স্বদেশ ডেস্ক: ক্যাপিটল হিলে ভয়াবহ হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে তিনি কথা দিয়েছিলেন নিজের মতো করেই ফিরবেন অনলাইনে। এক্ষেত্রে তিনি কথা রেখেছেন। তিনি ফিরেছেন। তবে নিজের একটি ওয়েবসাইট নিয়ে ফিরেছেন। তিনি এবং সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প চালু করেছেন তাদের ব্যক্তিগত ওয়েবসাইট। এর ঠিকানা 45office.com। উল্লেখ্য, ট্রাম্প ছিলেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট।