দেশের গণপরিবহণে আজ বুধবার সকাল থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া কার্যকর হয়েছে। এ জন্য ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী দুই সপ্তাহের জন্য এমন নির্দেশনা বাস্তবায়ন করা হলো।
সকালে দেখা যায়, মিরপুর থেকে নতুনবাজার পর্যন্ত আগে যাত্রীদের কাছ থেকে ৩৫ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। আগে এ ভাড়া ছিল ২৫ টাকা। স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতার কথা বলা হলেও দেখা যায়নি হ্যান্ডস্যানিটাইজারের ব্যবহার।
আবার বাসে অতিরিক্ত যাত্রী না নেওয়ার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। দাঁড়িয়ে নেওয়া হচ্ছে যাত্রী। অন্যদিকে যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরিধানের নির্দেশনার অনেকেই তোয়াক্কা করছেন না। মাস্ক ছাড়াই অনেকে বাসে উঠে পড়ছেন।
গতকাল মঙ্গলবার সমসাময়িক বিষয়ে নিজ বাসভবন থেকে অনলাইনে বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বর্ধিত ৬০ শতাংশ ভাড়ায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে বাস।
এর আগে সোমবার গণপরিবহন মালিকদের সঙ্গে বৈঠক করার পর এ সংক্রান্ত একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়।