স্বদেশ ডেস্ক:
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি রাজ্যের রাজধানী মাকাসারের একটি ক্যাথলিক গির্জায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। হামলার সময় গির্জাটিতে প্রার্থনাসভা চলছিল। বিস্ফোরণে হামলাকারী ও তার আশেপাশে যারা ছিলেন, তাদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।
আজ রোববার সকালের প্রার্থনা চলাকালে এ হামলা ঘটে। বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়। রাজ্য পুলিশের মুখপাত্র ই. জুলপানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই গির্জায় প্রার্থনা চলছিল। কতজন মারা গেছেন বলা যাচ্ছে না। সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।
রয়টার্সকে ই. জুলপান বলেন, ‘এই মুহূর্তে হতাহতের সংখ্যা কত, তা আমরা বলতে পারছি না। কারা এ হামলার জন্য দায়ী, তাও এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি।’
খবরে আরও বলা হয়, দক্ষিণ সুলাওয়াসি পুলিশ ঘটনার তদন্ত করছে। ঘটনাস্থল ও তার আশাপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে। পাশাপাশি ওই এলাকায় মানুষ ও যানচলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।