বিনোদন ডেস্ক: জনপ্রিয় পপ গায়িকা লেডি গাগা এবার নতুন পরিচয়ে হাজির হলেন। নিজের সৌন্দর্য পণ্যের ব্র্যান্ডের ঘোষণা দিলেন তিনি। গাগা তার ব্র্যান্ডের নাম দিয়েছেন ‘হাউজ ল্যাবরেটরিস’। তবে এই ব্র্যান্ডের পণ্যগুলো যে কেউ যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন না। শুধুমাত্র কেনাবেচার জনপ্রিয় অ্যাপ ‘অ্যামাজন’ থেকেই গাগার পণ্যগুলো কিনতে পারবেন ভোক্তারা। অনলাইনের মাধ্যমে বৃহৎ সংখ্যক ভোক্তার কাছে পৌঁছাতেই অ্যামাজনের সঙ্গে বিশেষ চুক্তি করেছেন গাগা। ধারণা করা হচ্ছে, অ্যামাজনের সঙ্গে গাগার এই চুক্তির ফলে অনলাইনে কসমেটিকস বিক্রির পরিমাণ অনেক বেড়ে যাবে। যা খুবই শক্তিশালী প্রতিদ্বন্দ¦ী হয়ে উঠবে ট্র্যাডিশনাল কসমেটিকস লাইনগুলোর সঙ্গে। এরমধ্যে রয়েছে হলিউড তারকা কিম কার্দাশিয়ান, কাইলি জেনার, গায়িকা রিয়ান্নার কসমেটিকস ব্র্যান্ড।