স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হেরে ভারতের বিশ্বকাপ শেষ হয়ে গেছে দিন চারেক আগে। তবে এখনো থামেনি আলোচনা-সমালোচনা। বেরিয়ে আসছে দলের ভেতরের নানা দ্বন্দ্বের কথা। কোহলির সঙ্গে বনিবনা হচ্ছিল না রোহিত শর্মার। এ জন্য দলের মধ্যেও দুই ভাগ হয়ে গেছে।
ভারতীয় একটি জাতীয় দৈনিকে উঠে এসেছে কোহলিদের দলের ভেতরের নানা কোন্দলের কথা। প্রতিবেদনে বলা হয়, দলে একা রাজত্ব করতেন কোহলি ও রবি শাস্ত্রী। অন্যদের কোনো মতামতই গ্র্যাহ্য করতেন না। দল বাছাই থেকে শুরু করে গেম প্ল্যানিং সব ক্ষেত্রেই চলছিল কোহলি রাজ।
দলে বিজয় শংকর কিংবা যুজবেন্দ্র চাহালকে নেওয়া হয়েছে কোহলির পছন্দে। দলে একমাত্র জায়গা পাকাপোক্ত রোহিত শর্মা ও যস প্রীত বুমরাহ। বাকিদের মধ্যে যাদের সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা তারাই জায়গা পেতেন দলে। এসব নিয়ে দলের মধ্যে কোন্দলের কথা বলা হয়েছে। ভারতীয় দল দুই ভাগ হয়েছিল। একদল কোহলির, অন্যদল রোহিত শর্মার।
এরই মধ্যে রোহিত একাই দেশে ফেরায় কোন্দলের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। গতাকাল রাতেই স্ত্রী-সন্তানকে নিয়ে ভারতে ফেরেন হিটম্যান রোহিত। ফিরেই চলে যান বাড়িতে। অন্যদিকে কোহলিরা এখনো ইংল্যান্ডেই অবস্থান করছেন।