স্বদেশ ডেস্ক: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন সর্বশেষ ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনীত এ মেয়র প্রার্থী। বিষয়টি নয়া দিগন্তকে জানিয়েছেন ইশরাক হোসেনের প্রেসসচিব সুজন মাহমুদ। সুজন মাহমুদ বলেন, তিনি (ইশরাক) গতকাল রাত থেকে জ্বর সর্দি কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।