স্বদেশ ডেস্ক: বরিশাল নগরীর কাশিপুর এলাকায় থ্রি-হুইলার (মাহিন্দ্রা) ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. জাফরের ছেলে মো. হামজা (১১) ও একই এলাকার আকতারুজ্জামান হাফিজের ছেলে আল নোমান (১৩) । তারা বরিশাল নগরীর কাউনিয়া এলাকার তাহফিজুল কোরআন মাদরাসায় হেফজ বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল মাদ্রাসার শিক্ষক আকতারুজ্জামান হাফিজ তার দুই ছেলেসহ পাঁচ ছাত্রকে নিয়ে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ছারছিনা দরবার শরিফে মাহফিলে যান। শনিবার রাত সাড়ে নয়টার দিকে মাহফিল থেকে বানারীপাড়া হয়ে তারা থ্রি-হুইলারে করে বরিশাল নগরীতে ফিরছিলেন। ওই থ্রি-হুইলারে তারা ছাড়া আরও দুই জন যাত্রী ছিলেন।
তিনি আরও বলেন, কাশিপুর মদিনা পেট্রল পাম্প সংলগ্ন এলাকা অতিক্রমকালে তাদের থ্রি-হুইলারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।