স্বদেশ ডেস্ক:
চট্টগ্রামে আলোচিত তাহমিনা সিমি নামের এক কিশোরী গ্যাং লিডারকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মিজানুর রহমান।
পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে পতেঙ্গা নেভাল বিচ এলাকায় অমানবিক মারধর এবং হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনার পর পুলিশ এই মাস্তান কিশোরীকে শনিবার আটক করে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তাহমিনা সিমি নামের এই কিশোরী একজন কিশোরী গ্যাং লিডার হিসেবে পরিচিত। জানা যায়, গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে মারধর করেছিলেন সিমি ও তার গ্রুপ।
পরে ওই তরুণীর মামলায় দুই সহযোগীসহ আটক হন সিমি। এই মামলায় বেশ কয়েকদিন কারাগারে থেকে জামিন পায় সে। সর্বশেষ গত শুক্রবার সিমি ও তার গ্রুপের আরও একটি অপকর্মের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সেই ভিডিওতে দেখা যায়, পতেঙ্গা নেভাল বিচ এলাকায় সিমি তার এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে এক কিশোরীকে অমানবিকভাবে মারধর করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর পুলিশ শনিবার তাহমিনা সিমিকে আটক করে।