স্বদেশ ডেস্ক;
টাঙ্গাইলের মির্জাপুরে ভুল চিকিৎসায় সাজিদ (১০) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলা সদরের দেওয়ান হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ গা-ঢাকা দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাজিদ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের সর্শিনারা গ্রামের জুয়েলের ছেলে বলে জানা গেছে। সে একই উপজেলার বিরকুসিয়া গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করত। জানা গেছে, গত ৩ মার্চ সাজিদ সাইকেল চালাতে গিয়ে বাম হাতের ওপরের বাহুর হাড় ভেঙে যায়। ৪ মার্চ তাকে মির্জাপুর দেওয়ান হাসপতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে সাজিদের হাতে অপারেশন করা হয়।
সাজিদের মা সুমা বেগম জানান, শনিবার সকালে সাজিদকে পিংকী নামে একজন নার্স একটি ইনজেকশন দেয়। কিছুক্ষণ পর আরেকজন নার্স এসে আরেকটি ইনজেকশন দেয়। এর কিছুক্ষণের মধ্যেই সাজিদ আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। পরিবারের অভিযোগ, দায়িত্বে অবহেলা ও ভুল চিকিৎসায় সাজিদের মৃত্যু হয়েছে।
এদিকে সাজিদের মৃত্যুর পর দেওয়ান হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা পালিয়ে যান। ওই হাসপাতালের চিকিৎসক সোলাইমান হোসেন মেহেদির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কর্তব্যরত নার্স সঠিক নিয়মে ইনজেকশন দেয়নি বলে এ দুর্ঘটনা ঘটেছে।
মির্জাপুর থানার কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপু বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে সাজিদের মরদেহ থানায় নেওয়া হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।