মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

মাইগ্রেন থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়

স্বদেশ ডেস্ক:

অনেক কারণে মাথাব্যথা হতে পারে। দৃষ্টিস্বল্পতা, মস্তিষ্কের টিউমার অথবা সর্দি-জ্বর মাথাব্যথার সাধারণ কারণ হিসেবে ধরা হয়। তবে মাইগ্রেনের কারণেও অনেকে প্রচণ্ড মাথাব্যথায় ভোগেন। সবচেয়ে যন্ত্রণাদায়ক মাথাব্যথার মধ্যে মাইগ্রেনজনিত মাথাব্যথা অন্যতম। এ ব্যথার পেছনে দৈনন্দিন জীবনের আচার এবং অভ্যাসের যোগসূত্র রয়েছে। কিছু অভ্যাস বাদ দিলে এবং কিছু অভ্যাস গড়ে তুলতে পারলে যন্ত্রণাদায়ক মাইগ্রেনের ব্যথা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পেতে যে অভ্যাসগুলো বাদ দিতে হবে তা হলো-

অনিয়মিত এবং অপরিমিত ঘুম। বেশি বা কম আলোয় কাজ করা। দীর্ঘ সময় টিভি বা কম্পিউটারের সামনে বসে থাকা। সেলফোন বা ল্যাপটপে মাত্রাতিরিক্ত ব্রাইটনেস ব্যবহার করা। কড়া রোদ এবং তীব্র ঠা-ায় বেশি সময় অবস্থান করা। যে ধরনের খাদ্যাভ্যাস মাইগ্রেনের ব্যথা সারিয়ে তোলে তা হলো- ম্যাগনেসিয়ামসমৃদ্ধ ঢেঁকিছাঁটা চালের ভাত। আলু ও বার্লি। বিভিন্ন ফল- বিশেষ করে খেজুর ও ডুমুর মাইগ্রেনের ব্যথা দ্রুত কমিয়ে দেয়। সবুজ শাকসবজি, ভিটামিন-ডি ও ক্যালসিয়াম দীর্ঘমেয়াদি মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি দেয়। নিয়মিত আদার রস পানির সঙ্গে মিশিয়ে পান করলেও মাইগ্রেনের ব্যথা কমে যায়। মাইগ্রেনের ব্যথা শুরু হলে যা করবেন তা হলো- বেশি বেশি পানি পান করুন। পুরোপুরি বিশ্রামে থাকুন। ঠা-া রুমাল মাথায় জড়িয়ে রাখলে সাময়িক আরাম পাওয়া যাবে। বরফভর্তি বালতি বা মগে হাত ডুবিয়ে রাখলে ব্যথা কমে আসবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877