স্বদেশ ডেস্ক: চতুর্থ ধাপে আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে শনিবার ও রোববার দুইদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ী নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন্দরের কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ আলী জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক থাকবে।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ আব্দুল হামিদ জানান, আখাউড়া পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিদিনের মতোই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। সব ঠিক থাকলে আগামী সোমবার থেকে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম সচল হবে।