শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
সিঁড়িতে থুথু ফেলার জেরে যুবক খুন

সিঁড়িতে থুথু ফেলার জেরে যুবক খুন

স্বদেশ ডেস্ক: সরাইলে আপন চাচা ও চাচাত ভাইদের হাতে রুহেল মিয়া (২৮) নামের এক যুবক খুন হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মোঘলটুলা গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই নিহতের আপন চাচা গেন্দু মিয়া (৪৮), চাচী মোমেনা বেগম (৪৫) ও চাচাত ভাই ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দরজার সিঁড়িতে থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রুহেলের মা ঝরিনা বেগমকে (৪৫) মারধর করে গেন্দু মিয়ার ছেলে কাউছার (২২) ও আবু বক্কর (১৮)। এ ঘটনায় কাউছার ও তার পরিবারের অন্য সদস্যরা রাতে আবার তাদের চাচী ও চাচাত ভাইদের ওপর হামলা চালায়। এ সময় তারা রুহেলকে ধরে ছোরা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রুহেলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমদ বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অবাহত আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877