বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন

৫ম বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হারুন

৫ম বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ এসপি হারুন

স্বদেশ ডেক্স: ৫ম বারের মত ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার উপাধি লাভ করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম(বার), পিপিএম(বার)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুলিশের ঢাকা রেঞ্জ এর সম্মেলন কক্ষে মে/২০১৯ ও জুন/২০১৯ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় সভাপতিত্ব করেন। উক্ত সভায় ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নারায়ণগঞ্জ এসপি।

বিষয়টি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নয়াদিগন্তকে নিশ্চিত করেছেন এসপির মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার(ডিআইও-২)পরিদর্শক সাজ্জাদ রুমন।

জানা যায়, মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, হকার উচ্ছেদ, শিল্প এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা সহ নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ জনক হওয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন এসপি হারুন। ইতোপূর্বে তিনি পরপর তিন বার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছিলেন।

ধারাবাহিকতা ধরে রেখে ৫ম বারের মত এসপি হারুন শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

গত ৪ ফেব্রুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক “বিপিএম” (বাংলাদেশ পুলিশ পদক) ব্যাচ পরিয়ে দেন। এই নিয়ে পুলিশ সুপার তিনবার বিপিএম পদক এবং দুবার পিপিএম পদকে ভূষিত হন।

এসপি হারুন অর রশীদ কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার হোসেনপুর গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা- মৃত আবদুল হাসেম, মাতা-জহুরা খাতুন। এসপি হারুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেন। ২০তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। স্ত্রী, এক মেয়ে তাসলিম (১০), এক ছেলে হিসামকে (৪) নিয়ে সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছেন।

প্রসঙ্গত ২০১৮ সালের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জ এসপি হিসেবে যোগ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877