শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:২৫ অপরাহ্ন

বাল্য বিয়ের আয়োজন করায় বরসহ ৪ জনের জেল

বাল্য বিয়ের আয়োজন করায় বরসহ ৪ জনের জেল

স্বদেশ ডেস্ক: নকল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে জামালপুরের বকশীগঞ্জে বর, কাজীর দুই সহযোগী ও কনের বড় ভাইসহ ৪ জনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতরা হলেন- বর রিয়াদ হোসেন (১৮), কাজীর সহযোগী সাইফুল ইসলাম কালাম (৫৫) ও সিহাব উদ্দিন (৪৫) এবং কনের বড় ভাই সাজ্জাদ হোসেন (২০)।

জানা যায়, গতকাল শুক্রবার রাতে জামালপুর জেলার বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড়া গ্রামে ১২ বছর বয়সী এক কন্যা শিশুর বিয়ের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নকল জন্মসনদ দিয়ে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে বর, কাজীর দুই সহযোগীসহ ৪ জনকে আটক করে প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877