বিনোদন ডেস্ক : তামিল ও তেলেগু ছবির খল অভিনেতা কবির দুহান সিং। বাংলাদেশি দর্শকের কাছেও ভীষণ পরিচিত তিনি। এবার বাংলাদেশের ছবিতে কাজ করার ঘোষণা দিলেন এই খল অভিনেতা। গতকাল এক টুইটে এ তথ্য জানান কবির নিজেই।
তিনি লিখেন, ‘নতুন দেশ, নতুন জীবন, নতুন চরিত্র। আমি আমার গণ্ডি ছাড়িয়ে আমার ভিলেনীয় সীমা বাংলাদেশ পর্যন্ত ছড়াচ্ছি। এটা আমার ৪০তম কিন্তু বাংলাদেশি হিসেবে প্রথম চলচ্চিত্র।’
তবে ছবির নাম বা ছবি প্রসঙ্গে কোনো তথ্য শেয়ার করেননি তিনি।
অনেকের ধারণা, বড় বাজেটের আন্তর্জাতিক মানের কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন কবির দুহান সিং।
২০১৫ সালে তেলেগু ভাষার ছবি ‘জিল’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবিরের। পরবর্তীতে খল অভিনেতা হিসেবে তেলেগু ছবির পাশাপাশি তামিল ও কন্নড় ভাষার ছবিতেও নিয়মিত কাজ করেছেন তিনি। তাদে দেখা গেছে ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিংস’হ বেশ কয়েকটি উল্লেখযোগ্য ছবিতে।