শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৩৮ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ১০ কোটি ৩৮ লাখ ছাড়াল

স্বদেশ ডেস্ক: জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ১০ কোটি ৩৮ লাখ ৪৭ হাজার ৩৭৭ জনে দাঁড়িয়েছে।

একই সাথে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২২ লাখ ৫১ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারী ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ২ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ১৪৬ জন করোনায় আক্রান্ত এবং ৪ লাখ ৪৬ হাজার ৭৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে চতুর্থ অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত ১ কোটি ৭ লাখ ৬৬ হাজার ২৪৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৪৮৬ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৯২ লাখ ৮৩ হাজারের অধিক এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ৩০৯ জনের।

মেক্সিকো ১ লাখ ৫৯ হাজার ৫৩৩ জনের মৃত্যু নিয়ে মৃতের সংখ্যায় তিন নম্বরে থাকলেও করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে আছে ১৩তম অবস্থানে। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৯২ জন।

রোগী শনাক্তের দিক দিয়ে উল্লেখযোগ্য কয়েকটি দেশ হলো যুক্তরাজ্য (৩৮ লাখ ৬৩ হাজার ৭৫৭ জন), রাশিয়া (৩৮ লাখ ৪২ হাজারের বেশি), ফ্রান্স (৩২ লাখ ৮৩ হাজারের অধিক) ও স্পেন (২৮ লাখ ৫১ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে পঞ্চম স্থানে আছে যুক্তরাজ্য (১ লাখ ৮ হাজার ২২৫ জন)। তারপরে ইতালিতে ৮৯ হাজার ৩৪৪ জন, ফ্রান্সে ৭৭ হাজার ৩৮৩ জন ও রাশিয়ায় ৭২ হাজার ৯৮২ জন মারা গেছেন।
সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877