স্বদেশ ডেস্ক: মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাবিশ্বে অনেক মানুষ দারিদ্র্যের কবলে পড়েছে। এদিকে করোনার জেরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে স্বল্প পরিসরে পাঠদান চলছে। কিন্তু অর্থাভাবে অনেক শিক্ষার্থী বিপদে পড়েছে। অর্থের অভাবে কাগজ কিনতে না পেরে ভারতের প্রত্যন্ত একটি গ্রামের ছেলেমেয়েরা রাস্তায় লেখাপড়া করছে।
ভারতের মধ্যপ্রদেশের বেতুল জেলার সিমোরি গ্রামে রাস্তায় লেখাপড়া করছে শিশুরা। রাস্তাতেই চক দিয়ে কেউ নামতা শিখছে। আবার রাস্তায় লিখে যোগ-বিয়োগ শিখছে। সেখানে ইংরেজি শিখতেও দেখা গেছে শিশুদের।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খেলার ছলেই রাস্তায় এভাবে লেখাপড়া করছে শিশুরা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ওই শিশুদের সহায়তা করছে। স্থানীয় শিক্ষকরাও সহায়তা করছেন।