রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারতে গিয়ে নিখোঁজ আওয়ামী লীগের এমপি মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ২টি গ্রামে আরাকান আর্মির হামলা ‘কিরগিজস্তানকে আমাদের গভীর উদ্বেগ জানিয়েছি, কোনো বাংলাদেশী শিক্ষার্থী গুরুতর আহত হয়নি’ কালশীতে পুলিশ বক্সে আগুন অটোরিকশা চালকদের স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুরের মৃত্যু

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ সভাপতি মুনসুরের মৃত্যু

স্বদেশ ডেস্ক: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ (৭২) মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন মনসুর। আজ মঙ্গলবার দুপুর ২টায় সাতক্ষীরা সরকারি কলেজ মা‌ঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ব‌লে পা‌রিবা‌রিক সূত্রে জানা গেছে।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা গত ২৮ ডি‌সেম্বর ক‌রোনা আক্রান্ত হন। এরপর ১১ জানুয়া‌রি ক‌রোনা মুক্ত হ‌লেও শারী‌রিক নানা জ‌টিলতায় তা‌কে এয়ার অ্যাম্বু‌লে‌ন্সে ক‌রে ঢাকায় নেওয়া হয়। সেখা‌নেই তি‌নি চি‌কিৎসাধীন ছি‌লেন। সোমবার সন্ধ্যায় শারী‌রিক অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পো‌র্টে নেওয়া হয়। সেখানে রাত ১১টা ২০ মিনিটে তি‌নি না ফেরার দে‌শে পা‌ড়ি জমান। তি‌নি এক ছে‌লে ও এক মে‌য়েসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

বঙ্গবন্ধুর আহ্বা‌নে মহান মু‌ক্তিযু‌দ্ধে অংশ নেন মুনসুর আহ‌মেদ। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সা‌লে রি‌লিফ ক‌মি‌টির চেয়ারম্যান এবং ১৯৭৩ সা‌ল থে‌কে পরপর তিন মেয়া‌দে পারু‌লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বা‌চিত হন। মুনসুর আহ‌মেদ ১৯৮৬ ও ১৯৯১ সা‌লে আওয়ামী লী‌গের প্রার্থী হি‌সে‌বে পরপর দুবার সাতক্ষীরা-৪ আস‌নের সংসদ সদস্য নির্বা‌চিত হন। তি‌নি পর্যায়ক্র‌মে সাধারণ সম্পাদক, সহসভাপ‌তি ও সভাপ‌তি হি‌সে‌বে দীর্ঘ প্রায় ৪০ বছর সাতক্ষীরা জেলা আওয়ামী লী‌গের নেতৃত্ব দি‌য়ে‌ছেন। ২০১১ সা‌লে সাতক্ষীরা জেলা প‌রিষ‌দের প্রশাসক নিযুক্ত হ‌য়ে পরবর্তী পাঁচ বছর দা‌য়িত্ব পালন ক‌রেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877