শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে যা বললেন পুতিন সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল ‘উগ্রবাদীদের’ সাথে সংঘর্ষে পাকিস্তানে ৪ সৈন্য নিহত রাজধানীতে বিএনপির র‍্যালি দুপুরে, জমায়েতের ব্যাপক প্রস্তুতি আদানির বকেয়া ও বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে সামাল দেবে সরকার শাহজালালে এভসেক-এপিবিএন সম্পর্কে টানাপড়েন একলাফে ৩৪৬৪ টাকা কমল সোনার ভরি, কাল থেকে কার্যকর ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ সংস্কারের পর নির্বাচনের তারিখ ঘোষণা : প্রধান উপদেষ্টার প্রেস উইং শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র
আগুন দিয়ে দেড় হাজার মুরগী পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

আগুন দিয়ে দেড় হাজার মুরগী পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

স্বদেশ ডেস্ক: পূর্ব শক্রুতার জের ধরে সাভারে আগুন দিয়ে একটি পোল্ট্রি মুরগির খামারের দেড় হাজার মুরগী পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর উত্তরপাড়া এলাকার এখলাছুর রহমানের পোল্ট্রি ফার্মে আগুন দেয় তারা।

পোল্ট্রি ফার্মের মালিক এখলাছুর রহমান বলেন, পূর্ব শক্রুতার জের ধরে ভোর রাতে মশাল দিয়ে তার টিনসেড ফার্মে দুর্বৃত্তরা আগুন দেয়। এসময় ফার্মে থাকা প্রায় দেড় হাজার মুরগি পুড়ে যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। ফার্মের ব্যবসার লাভের টাকা দিয়ে তিনি ছেলেমেয়েদের লেখাপড়া ও সংসার খরচ চালাতেন। দুর্বৃত্তরা তাকে নিঃস্ব করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার সকালে ফার্মটির পুড়ে যাওয়া মুরগি দেখার জন্য ভিড় করেন এলাকাবাসী। ফার্মটির পাশে অনেক গাছপালাও আগুনে পুড়ে যায়। এদিকে ফার্মে আগুন দেওয়ার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপূর্ব দত্ত জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877