স্বদেশ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় গরুর সঙ্গে ‘ধাক্কা’ লেগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগস্ত হয়েছে। এতে ট্রেনটি মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় প্রায় এক ঘণ্টা আটকা পড়েছিল। মৌলভীবাজারের পলকীছড়া রেল সেতু ও মনু রেল সেতুর (২০৫ ও ২০৬ রেল সেতু) মধ্যবর্তী ¯’ানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শমশেরনগর স্টেশন ছেড়ে কুলাউড়া যাবার পথে মনু রেলস্টেশন সংলগ্ন এলাকায় একটি গরুর সঙ্গে ধাক্কা লাগে। পরে ওই ট্রেনের ইঞ্জিনের ভ্যাকুয়াম পাইপ ছিঁড়ে যায় এবং ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকা পড়ে। এদিকে ট্রেনের ধাক্কায় গরুটি ঘটনা¯’লেই মারা গেছে। কুলাউড়া স্টেশন মাস্টার মুহিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।