সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ০১:৩৮ অপরাহ্ন

গলাকাটা আতংক বরিশালে…….??!

গলাকাটা আতংক বরিশালে…….??!

স্বদেশ ডেস্ক: বরিশালের বানারীপাড়ার মলুহার গ্রামের কৃষক আ. রবের ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র আবিরকে বিকেলে ৩ জন লোক আবিরের বাবা অসুস্থ বলে মলুহার থেকে বানারীপাড়া ফেরিঘাটে মোটরসাইকেলযোগে নিয়ে যাচ্ছিল। আসার পথে আবিরকে নাকি একটি কেক খেতে দেওয়া হয়। তাদের দেওয়া কেক খেয়ে আবিরের মুখ থেকে ফেনা বের হতে থাকে। ধারণা করা হচ্ছে এই বিষাক্ত কেক বেশি প্রভাব না ফেলায় আবিরকে অজ্ঞান পার্টির নিয়ে যেতে পারেনি। আবিরের ভাষ্যমতে অন্য আর একটি বাচ্চাকে তারা নিয়ে গেছে। এলাকার লোকে পরর্বতীতে আবিরকে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। এই খবরের পরে বানারীপাড়ার ছাত্র-ছাত্রীর অভিভাবকরা এখন আতংকিত। মাসুম বিল্লাহ নামের একজন ফেসবুক ব্যবহারকারীর এমন একটি পোস্ট করেছেন। শুধু মাসুম বিল্লাহ নয়, রুপতলী থেকে গলাকাটা সন্দেহে এক নারীকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। সেই নারীর কাছে রক্তমাখা রুমাল ও ছুরি পাওয়া গেছে-এমন তথ্যও শোনা যায়। ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ছেলেধরা আতংকে শিক্ষার্থী শূণ্য হয়ে পরছে স্কুলগুলো। ঝালকাঠি জেলার রাজাপুরে রাত জেগে ছেলেধরা ঠেকাতে পাহারা দেয় এলাকাবাসী। চারদিকে এভাবে বিভিন্ন কারণ দেখিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে গলাকাটা, ছেলেধরার গুজব। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় রিকশাচালক হারুন মিয়া জানান, দুদিন আগে লঞ্চঘাটে একজন পথশিশুর গলায় চাকু ঠেকিয়েছে তখন নাকি চারপাশের লোকজন ছেলেধরা লোকটিকে দেখে ফেলায় নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায় বলে শুনেছে। চৌমাথা অটোস্ট্যান্ডে সিএনজি চালক আরাফাত হোসেন জানান, তার বাসা পলাশপুরে। ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে থাকেন। ঘরের বাইরে যখন বের হন তখন বাইরে থেকে তালা মেরে আসেন। আরাফাত শুনেছেন, দেশের বড় বড় কয়েকটি সেতু নির্মাণে ছেলে-মেয়েদের ‘মাথা’ পিলারের নিচে দিতে হয়।
সে কারণে বিদেশি কোম্পানীগুলো বরিশালে গলাকাটা ও ছেলেধরা ছেড়েছে। উল্লেখিত কথাগুলো নগর থেকে গ্রামাঞ্চলে সবখানে সাধারণ মানুষের মুখে মুখে আলোচনার ঝড় উঠেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877