বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

মন্ত্রী-এমপিরা টিকা নিয়ে মানুষের ভয় কাটান-মির্জা ফখরুল

মন্ত্রী-এমপিরা টিকা নিয়ে মানুষের ভয় কাটান-মির্জা ফখরুল

স্বদেশ ডেস্ক: সন্দেহ দূর করে বিনামূল্যে সব মানুষের জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা প্রেস কনফারেন্স করে বলেছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন- আমরা চাই, দেশের সব মানুষ টিকা পাক। তা বিনামূল্যে দিতে হবে। আমরা আবারও বলছি, দেশের মানুষ টিকা নেবে। তবে এই টিকায় আস্থা আনতে হবে এবং একই সঙ্গে সেটাকে বিনামূল্যে মানুষকে দিতে হবে।’

ভারতের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ‘এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে এবং গিফট বা উপহার হিসেবে এসেছে সেগুলো নিয়েও মানুষ অনেক কথা বলছে। আমার প্রস্তাব, মানুষের এই যে সন্দেহ, মানুষের যে অনাস্থা এগুলো দূর করার জন্য পৃথিবীর অন্যান্য সভ্য দেশ যা করেছে- যুক্তরাজ্যে কুইন রানি নিজে প্রথম ভ্যাকসিন নিয়েছেন, রাশিয়ায় পুতিন নিয়েছেন, আমেরিকায় বাইডেন নিয়েছেন। আমি বলব, প্রধানমন্ত্রী আপনি প্রথম টিকাটা নিন। নিয়ে মানুষকে বলেন যে, এটায় ভয়ের কিছু নেই। এটা করুন। তা হলে মন্ত্রীরা করুন, তার এমপিরা করুন, টিকাগুলো নিন। তা হলে দেখবেন যে, সব মানুষের আস্থা ফিরে আসবে।’

গতকাল জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান দিবসের ডাক স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক এক আলোচনাসভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে

ও কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সারের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির জুনায়েদ সাকি প্রমুখ।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘এই সরকার আমাদের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। করোনার টেস্ট নিয়ে কী খেলা খেলেছে, আপনারা সবাই জানেন। আজকে আবার ভ্যাকসিন নিয়ে তারা একই কাজ শুরু করেছে। এদের মূল লক্ষ্যই হচ্ছে লুট করা।’

সাধারণ মানুষের জন্য টিকা প্রদানে কোনো রোডম্যাপ সরকার প্রণয়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। সর্বক্ষেত্রে জনগণের সঙ্গে সরকার প্রতারণা করছে অভিযোগ করে এই সংকট থেকে উত্তরণে সব রাজনৈতিক দলের বৃহত্তর ঐক্যের আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘আমাদের মধ্যে ঐক্য আছে। এই ঐক্যকে আমরা বৃহত্তর করতে চাই। জনগণের ঐক্য গড়ে তুলতে চাই। জনগণের ঐক্যের মধ্য দিয়ে এই ভয়াবহ ফ্যাসিস্ট, মানুষের অধিকার হরণকারী যে সরকার বসে আছে, সেই সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই জনগণের সরকার, জনগণের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877