শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

জঞ্জালে নেতাজির দলিল

জঞ্জালে নেতাজির দলিল

স্বদেশ ডেস্ক: ভারতের কলকাতা পৌরসভার করিডরে প্রায় পৌনে এক শতাব্দী ধরে আবর্জনা হয়ে পড়ে ছিল ৫০০ বস্তা পুরনো কাগজপত্র। সেগুলো সের দরে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাতিল সেসব কাগজের ভেতর থেকেই হঠাৎ বেরিয়ে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে নানা তথ্যে ভরপুর দুষ্প্রাপ্য দলিল। ইতিহাসের ডিজিটাইজেশনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।

দস্তাবেজ ঘেঁটে জানা গেছে, ১৯২৫ সালে কলকাতা পৌরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন সুভাষ বোস। সে সময় একবার তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন। ফলে ওই বছরের ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারেননি। সে সময় তিনি ওই দিনগুলোর বেতন নিতে অস্বীকার করেছিলেন। এসব নিয়ে আলোচনার লিখিত প্রমাণ রয়েছে দলিলে।

এ ছাড়া ১৯৪৬ সালে কলকাতার নাম বদলে সুভাষনগর রাখার জন্য যে প্রস্তাব গৃহীত হয়েছিল, তার প্রামাণ্য নথিও উদ্ধার হয়েছে জঞ্জাল থেকে। পুরনো নথিতে রয়েছে ১৯৪৬ সালে কলকাতার দাঙ্গার কথা, গৃহহারা মানুষদের তালিকা, ১৯২৫ সালে কলকাতার বিভিন্ন যৌনপল্লীর রিপোর্ট এবং ১৯৪৫ সালে কলকাতায় রিকশা বন্ধসহ ইতিহাসের বহু অজানা তথ্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877