সোমবার, ১৭ Jun ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

নির্বাচনী অফিসে ঢুকে আ.লীগ নেতাকে খুন

নির্বাচনী অফিসে ঢুকে আ.লীগ নেতাকে খুন

স্বদেশ ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে এক প্রার্থীর কার্যালয়ে ঢুকে তার ভাইকে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার কবিরপুরের ভুঁইমালি পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত লিয়াকত হোসেন বল্টু (৫০) শৈলকুপার ১৩ নম্বর অমিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারাপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার ভাই শওকত হোসেন শৈলকুপার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আসন্ন পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ রাতে লিয়াকত হোসেন বসেছিলেন শওকত হোসেনর অফিসে। রাতে হঠাৎ শওকতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা সেখানে ঢুকে লিয়াকতকে ছুরিকাঘাত করে। এতে শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলীসহ পাঁচজন আহত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার কর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877